প্রকাশিত: Fri, Dec 8, 2023 5:44 PM আপডেট: Sat, Dec 6, 2025 4:19 PM
কিশোরগঞ্জে উৎসব মূখর পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কে এম শাকীর,কিশোরগঞ্জ (নীলফামারী): [২] নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কিন্ডার গার্টেন নর্দান প্রোগ্রেসিভ এ্যাসোসিয়েশন রংপুরের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
[৩] শুক্রবার সকালে কিশোরগঞ্জ উপজেলার সরকারী ডিগ্রী কলেজ ও বড়ভিটা স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ১৩ টি বিদ্যালয়ের ৫শ ৯৭ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করেন। তারমধ্যে কিশোরীগঞ্জ সরকারী কলেজে ৪শ ২৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা সকাল ১০ টায় শুরু হলেও শিক্ষার্থীরা ও তাদের অভিভাবক সকাল ৯ টায় তাদের সন্তানদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত করে আনন্দের সাথে। পরীক্ষা শনিবার পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানান বেন্দ্র সচিব আব্দুল আজিজ।
[৪] পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পর নর্দান প্রোগ্রেসিভ এ্যাসোসিয়েশন রংপুরের ব্যব¯’াপনা পরিচালক আলী আকবর কেন্দ্র পরিদর্শন করেন।
[৫] এ সময় উপস্থিত ছিলেন নর্দান প্রোগ্রেসিভ এ্যাসোসিয়েশন রংপুরের পরিচালক গোলাম কিবরিয়া। তারা বলেন,আমরা সত্যি আনন্দিত যে,কিশোরীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ মাঠ অভিভাবকদের উপস্থিতি প্রমাণ করে প্রত্যেক অভিভাবক তাদের সন্তানের শিক্ষার ব্যাপারে অনেক সচেতন। সুষ্ঠ্যু পরিবেশে পরীক্ষার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।